জাহানারা ইমাম, সদর উপজেলা প্রতিনিধি নড়াইল ঃ
নড়াইল পুলিশ অফিস হিসাব শাখা
ষান্মাসিক ও নড়াইল সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি, প্রশাসন ও অর্থ, খুলনা রেঞ্জ, খুলনা।
সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় পরিদর্শন উপলক্ষ্যে নড়াইল জেলায় উপস্থিত হলে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন।
অতঃপর জেলা পুলিশের একটি চৌকস টিম অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সালাম প্রদর্শন করে।
সালাম গ্রহণ শেষে তিনি নড়াইল জেলা পুলিশ অফিস হিসাব শাখা এবং নড়াইল সদর থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টার সমূহ পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।