শাহাদাত চৌধুরী রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুবদলের কর্মসূচি হিসাবে শাহমুখদুম থানা যুবদল নেতৃত্বে – আগামী বৃহস্পতিবার সময় বিকাল ৫- ৩০ মিনিট তারিখ ২১-০৪-২০২২ইং স্থান- শাহমুখদুম থানা মোর আরডিএ মাট রাসিক ১৮ নং ওয়ার্ড
দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা করা হয়।
উপস্থিত ছিলেন- শাহমুখদুম থানা যুবদলের আহবায়ক যুগ্ম আহবায়ক এবং থানা যুবদলের সদস্য বিন্দু।
সকল শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও আফরন জনতা আপনাদের সকলের উপস্থিত কামনা করছি।
মোঃ নাসিম খান
আহবায়ক শাহমুখদুম থানা যুবদল রাজশাহী মহানগর।