নিউজ ডেস্ক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত।
গতকাল শহীদ তুতিমীর ইনিস্টিটিউট সভাকক্ষে আদর্শ নুরানী শিক্ষাবোর্ড কক্সবাজার জেলা শাখার ব্যাবস্থাপনায় দিনব্যাপী মাদরাসা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শহীদ তুতিমীর ইনিস্টিটিউট ও ফাতেমাতুজ জাহরা রা.মাদরাসার প্রতিষ্ঠাতা মাষ্টার শফিকুল হক মহোদয়ের সভাপতিত্বে মাওলানা হেলাল উদ্দীনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.’র সাহেবজাদা আদর্শ নুরানী শিক্ষাবোর্ড বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আানাস মাদানী, সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.’র মাহবুব খলীফা,আদর্শ নুরানী শিক্ষাবোর্ড
বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ সাহেব, বিশেষ অতিথি ছিলেন,
আদর্শ নুরানী শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাপরিচালক আল্লামা মুঈনুদ্দীন রুহী, আদর্শ নুরানী শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রধান প্রশিক্ষক মাওলানা শমসুল হক,
উপস্থিত ছিলেন, শাইখুল কুররা আল্লামা ক্বারী জহিরুল হক দা.বা.।, প্রাখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা জয়নুল আবেদীন, আল্লামা ইয়াসীন হাবিব, মাওলানা রেজাউল করিম, ক্বারী হুসাইন, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মুজাহেরুল ইসলাম প্রমূখ।