নিউজ ডেস্ক
আধারে আলো ইসলামী যুব সংঘের উদ্যোগে নুরানী বৃত্তি প্রদান
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলমা আধারে আলো ইসলামী যুব সংঘের উদ্যোগে নুরানী বৃত্তি প্রদান করা হয়েছে।
১৯শে নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং বিকেলে পরিক্ষার বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
বৃত্তি প্রদান ও পুরুষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আরজু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গিয়াস উদ্দিন বাবু, সংগ্রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা আনোয়ার, ইউপি সদস্য দুলাল হোসেন খান, যুবলীগের যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান ফজলু, সংগ্রামপুর ইউনিয়ন শহীদ বাপ্পী স্মৃতি সংসদের সভাপতি তানভীর রাহাত সনেট, সাধারন সম্পাদক শাহীন খান সহ আরও অনেকেই।
নুরানী বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্ভোধন করেন সাব ইন্সপেক্টর আকতারুজ্জামান অভি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ আকন্দ।