মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা, প্রতিনিধি,,
গত ৩০/০৪/২০২৩ খ্রিঃ তারিখ থেকে এসএসসি/২০২৩ পরীক্ষা শুরু হওয়ায় গাইবান্ধা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গাইবান্ধা জেলা সাইবার পেট্রোলিং টিম সোস্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবতন চক্রের বিষয়ে মনিটরিং শুরু করে। এই মনিটরিং এর প্রেক্ষিতে গত ০৮/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০৫ মিনিটে এস আই মসিউর রহমান কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তার ব্যবহত ফেসবুক আইডি থেকে দেখতে পায় যে, BD Nizam Uddin ফেসবুক আইডি যার লিংক https://www.facebook.com/10007693534*** থেকে বিভিন্ন সময়ে চলমান এসএসসি পরীক্ষা ২০২৩ এর জিপিএ/রেজাল্ট চেঞ্জ এর জন্য ফেসবুক পোষ্ট দেওয়া হয় এবং উক্ত আইডি থেকে 01870503** মোবাইল নম্বরে Bkash এ রেজাল্ট চেঞ্জ এর জন্য টাকা চাওয়া হয়। এই বিষয়ে অনুসন্ধান শুরু করলে উক্ত আইডি এবং নম্বরের ব্যবহারকারি মোঃ সাব্বির রহমান, পিতা-কোছিম উদ্দিন, গ্রাম-ভাটিকাপাসিয়া, থানা-সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাকে সনাক্ত করে জিডি নম্বর-২০২, তাং-০৯/০৫/২০২৩ খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ফোসের সহায়তায় ০৯/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৪.৩৫ মিনিটে ভাটিকাপাসিয়া দালালপাড়া থেকে প্রতারণা কাজে ব্যবহৃত ডিভাইস সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনলাইনে পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবতনের পোষ্ট দিয়ে প্রতরনা করার কথা স্বীকার করে। সে ফেসবুকে রেজাল্ট পরিবর্তনের সাথে জড়িত সম্ভাব্য ৩ টি মেসেঞ্জার ও ৭ টি পাবলিক ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত পোস্ট দিয়ে ছিল বলে জানা যায়। এখন পর্যন্ত সে দেশের ঢাকা, ময়মসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানের সাথে ছাত্রদের প্রতারনা করে অনুমান লক্ষাধিক টাকা সংগ্রহ করেছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যহত আছে।
জেলা পুলিশ গাইবান্ধা জুয়া/মাদক/অনলাইন সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।