নিউজ ডেস্ককক্সবাজারের শীর্ষ আলেম আল্লামা মাহমুদুল হাসান এর ইন্তেকালে আল্লামা আনাস মাদানীর শোক বার্তা
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দীনি দারসগাহ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ হ্নীলা মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীন মুহাদ্দিস, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমাদ মাদানী রাহ.’র শাগরেদ আল্লামা মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা আল্লামা মাহমুদুল হাসানের ইন্তেকালে দেশের বৃহৎ ইসলাহ ও আত্মশুদ্ধির সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের সংগ্রামী আমীর শাইখুল হাদীস আল্লামা আনাস মাদানী।
গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
এক শোক বার্তায় আনাস মাদানী বলেন, আল্লামা আল্লামা মাহমুদুল হাসান একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে গেছেন।
তিনি তার জীবনের প্রতিটি কর্মযজ্ঞে আমার আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ.’র সাথে পরামর্শ নিতেন। তিনি আমার আব্বাজান রাহ’র দারুল উলূম দেওবন্দের সহপাঠী ছিলেন।
সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন।
শাইখুল হাদীস আনাস মাদানী বলেন, মরহুম আল্লামা মাহমুদুল হাসান দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী দীনের একজন দরদি অভিভাবককে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।