জি এম রিয়াজুল আকবর
খুলনা ব্যুরো
কয়রা উপজেলার বাগালী আগমনী স্পোটিং ক্লাবের আয়োজনে শেখ রাসেল ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগােয়ালীনি যুব বেসিক ফুটবল একাডেমি ও কয়রা উপজেলার বাগালী মীম স্টোরের মধ্যে অনুষ্টিত হয়। খেলায় বুড়িগােয়ালীনি যুব বেসিক ফুটবল একাডেমি ১-০ গােলে মাীম স্টােরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ৩১ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪ টায় বাগালী আগমনী স্পোটিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় এসময় এস এস আরিফুল ইসলাম বাদশার সভাপতি এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বােধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী , উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সরদার নাজমুছ সাদাত,ইউপি সদস্য ইকবাল হােসেন সানা, সংরক্ষিত ইউপি সদস্য রুবিনা মিলন,সাবেক ইউপি সদস্য মােস্তাফিজুর রহমান, সমাজসেবক আকরাম হােসেন সানা, সাবেক শিক্ষক কুঞ্জবিহারী মন্ডল,যুবলীগ নেতা আক্তারজ্জামান খােকন,মােঃ হাবিবুল্লাহ হাবিব,আবু সুফিয়ান, এসএম মাসুম বিল্লাহ,শিক্ষক নুরুল আমিন নাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন এসএম শফিকুল ইসলাম, সহকারী ছিলেন আছাদুল ইসলাম ও মােঃ শফিকুল ইসলাম।