রাসেল মোল্লা কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।
শনিবার বেলা ১১টায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাতে এ অভিযান পরিচালিত হয়।
পৌরশহরের কাচা বাজার, মাছ-মাংসের বাজার এবং কাপড়ের বাজারে অভিযানকালে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যাবসা প্রতিষ্ঠান দুটি হলো সিমবেলি সপমল ও সুবর্না বস্ত্রালয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, এ অভিযান অব্যাহত।