রাসেল মোল্লা কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ার বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে উপজেলা প্রশাষনের আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিশোধ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। বর্ষবরণ অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার ভূমি আবুবক্কর সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা আওয়ামী লীগেরম সহ-সভাপতি সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান,মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সিমা, প্যানেল মেয়র হুমায়ুন কবির। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন পেশার মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।