নিউজ ডেস্ককালিয়ার ১২টি ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি!নড়াইলের কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তৃতীয় ধাপের এ নির্বাচন পুলিশ ও সাংবাদিকদের পর্যবেক্ষণে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হলেন-
কলাবাড়িয়া, এ্যাড কায়েস (আনারস)
পহরডাঙ্গা, মাহমুদুল (আনারস)
বাঐসোনা, এস এম চুন্নু (আনারস)
জয়নগর, কাজী আইয়ুব হোসেন (মোটরসাইকেল)
খাশিয়াল, বিএম বরকত (চশমা)
মাউলী, রোজী হক (নৌকা)
সালামাবাদ- মোল্লা মাহাবুবুর রহমান মাহি (আনারশ)
ইলিয়াছাবাদ- মল্লিক মনিরুল ইসলাম (আনারশ)
চাচুড়ী- মেলজার ভূঁইয়া (আনারশ)
বাবরা হাচলা- মোজাম্মেল হক (ঘোড়া)
হামিদপুর- পলি বেগম (নৌকা)
পুরুলিয়া- মনি মিয়া (ঘোড়া)