হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ১৭ মার্চ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কাহালু উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন,জন্মদিন উপলক্ষে কেক কাটেন ও আলোচনা সভা করেন, কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নিবাহী অফিসার মেরিনা আফরোজ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু,কাহালু থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার গন উপস্থিত ছিলেন।