নিউজ ডেস্ক গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ ২৫শ শিক্ষার্থীকরোনাভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে শুরু হলেও পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মুখে প্রশ্বাস হাসি। টাঙ্গাইলের গোপালপুরে মোট ১০ টি কেন্দ্রে ২৫০০ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
(১৪ নভেম্বর) সোমবার সারা দেশের একযোগে সকাল দশটা থেকে সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, কেন্দ্র গুলি পরিদর্শন করে দেখা যায় পরীক্ষার্থীরা নির্ভয় নির্দ্বিধায় পরীক্ষা দিচ্ছে, কোন
অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেড় ঘন্টা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. নাজনীন সুলতানা জানান শিক্ষার্থীরা অনেকদিন পর হলো পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, গোপালপুর উপজেলায় ১০ টি কেন্দ্রে পরীক্ষা ২৫০০শ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।