মোঃ আইনুল হকপী,রগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জগদল চেকপোস্টের নাগর নদী এলাকায় এ ঘটনা ঘটে
নিহত জিন্নাত আলী (৫৫) ধর্মগড় কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে ওসি জানান, সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন জিন্নাত আলী। সেখানে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে জগদল বিওপি কমান্ডার কার্যালয়ে ফোন করা হলে তারা জানান, এখন পতাকা বৈঠক চলছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ড (৫০ বিজিবি)র সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মামুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা পতাকা বৈঠক করছেন। বৈঠক শেষে প্রকৃত কারণ জানা যাবে।