রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে ও ভোস্ড এর সহযোগীতায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার প্রধান অতিথি থেকে বুনিয়াদী প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমিন। সভাপতিত্ব করেন আউট অব চিলড্রেন প্রোগ্রামের কর্মসূচী প্রধান মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো জেলা সহকারি পরিচালক ও কোর্স কো- অর্ডিনেটর মো: জানে-ই-আলম হাওলাদার,জেলা প্রোগ্রাম ম্যানেজার মিল্টন কুমার দত্ত,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: আতিয়ার রহমান,ডেপুটি ম্যানেজার মনিটরিং মো: আবদুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো: ইউসুফ আলী।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন শিক্ষক ও সুপারভাইজারদের এ প্রশিক্ষন প্রদান কর হবে।