1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা। বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপি’র আলোচনা সভা। কুয়াকাটায় নদ নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা। ঝালকাঠিতে মৎস্য দপ্তরের অভিযান, অবৈধ জাল জব্দ বরিশালে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মহিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত অবশেষে বলাৎকারের অভিযুক্ত সেই হাফেজ সেলিম গাজী র‌্যাবের হাতে আটক সাপাহারে আম শেষে মালটার দখলে বাজার বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বরিশালে জাতীয় কবির ৪৭ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

ঝালকাঠির রাজাপুরে গণহত্যা দিবস পালিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৯১ বার

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিন কাঠিপাড়া বধ্যভূমিতে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, শাহ-আলম নান্নু, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শান্তি রঞ্জন বড়াল, মালতি রানি মিস্ত্রী প্রমূখ। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার।

উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঐ স্থানে আশ্রয় নেয়। স্থানীয় রাজাকার বাহিনী টের পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খবর দেয়। ১৭ মে তারা এসে ঐ স্থানে গুলি বর্ষন করে। এতে যারা শহীদ হয় তাদের মাটি চাপা দিয়ে দেয় রাজাকার বাহিনী। পরে ২০০৯ সালের ৯ এপ্রিল স্থানীয়রা মাটি খুড়তে গিয়ে মানুষের কঙ্কাল পায়। আর তখন থেকে সন্ধান মেলে গণকবরের। ঐ সময় ৩৫জনের বেশি হিন্দু সম্প্রদায়ের লোক শহীদ হলেও ১৬ জনের পরিচয় পাওয়া যায়।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।