মেহেদী হাসান সোহাগ স্টাফ রিপোর্টার
টোয়াক স্পেশাল ডে উপলক্ষে র্যালিও আলোচনা সভা।ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অাবু তাহের মোহাম্মদ জাবের পরিচালক,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (অতিরিক্ত সচিব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,অনুষ্ঠান সভাপতিত্ব করেন রুমান ইমতিয়াজ তুষায় প্রেসিডেন্ট এসেসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) বিশেষ অতিথিঃ
মোঃ রাফিউজ্জামান প্রেসিডেন্ট, টোয়াক(মেম্বার গভর্নিং বডি,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড)
আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া,পটুয়াখালী।
মোঃ আনোয়ার হাওলাদার মেয়র, কুয়াকাটা পৌর সভা।
মোঃ আব্দুল খালেক সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা জোন।
খোন্দকার আবুল খায়ের,অফিসার ইনচার্জ, মহিপুর থানা,পটুয়াখালী।
আঃ বারেক মোল্লা সভাপতি, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ।
মোঃ শফিকুর রহমান চান সভাপতি,কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসেসিয়েশন।
নাসির উদ্দীন বিপ্লব সভাপতি, কুয়াকাটা প্রেসক্লাব।
মোঃ শাহ আলম হাওলাদার সভাপতি, কুয়াকাটা হোটেল —মোটেল মালিক সমিতি।
আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা মানবিকও সামাজিক সংগঠন, কয়াকাটা জন্মভূমি ক্লাব,কুয়াকাটা তরুন ক্লাব,শুভ সঙ্গ ক্লাব,কুয়াকাটা বয়েস ক্লাব,ফেয়ার মাইন্ড সংগঠন, আরো অন্যান্য ক্লাবের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, সাইদুর রহমান সাইদ সদস্য (টোয়াক)