মুনতাসির তাসরিপ, দশমিনাঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদক সেবনের দায়ে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় প্রস্তুত ছিলো দশমিনা থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস টিম।
দশমিনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মহিউদ্দিন আল হেলাল আজ বুধবার এই সাজা দেন।
সাজা পাওয়া তরুণেরা হলেন শিশির চন্দ্র হাওলাদার(২০) ও নয়ন চন্দ্র শীল(২১)
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আজ বুধবার রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে ওই দুই তরুণকে আটক করা হয়।
মাদকমুক্ত দেশ গড়ার লড়াইয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান, মাদক সেবনের দায়ে সদর ইউনিয়নের লক্ষীপুর এলাকার শিশির চন্দ্র হাওলাদার(২০) ও নয়ন চন্দ্র শীল(২১) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড করা হয়।