দুমকি প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিসেফ’র অর্থায়নে সকাল ১০টায় The Hunger Project of Bangladesh’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী উপ-কর কমিশনার এ কে এম নজরুল ইসলাম। সভায় আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক বিশেষ অতিথি ছিলেন।