দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপি আজ শুক্রবার বাদ আছর পিরতলা বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন হাওলাদার ও আহসান ফারুক, যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।