রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় বেড়িবাঁধ ধসে আতঙ্কে ছয় গ্রামের মানুষ
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ৪৬নং পোল্ডারের জালালপুর গ্রামের বেড়ীবাঁধ ধ্বসে পড়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে আন্ধারমানিক নদীর জোয়ারের স্রোতে রিভারসাইডের অন্তত ৩০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়।
এতে হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের মানুষ। নদীর পানিতে ডুবে যাওয়ায় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় ৫০০ একর আমন ফসলের ক্ষেত।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে জোয়ার শুরু হলে হঠাৎ স্রোতে বাঁধের ধ্বস শুরু হয়। চোখের সামনে বড় বড় মাটির খণ্ড নিয়ে বাঁধ নদীতে বিলীন হতে থাকে।
এতে আতংক ছড়িয়ে পড়ে বাঁধ সংলগ্ন জালালপুর, খ্রিষ্টান পাড়া সদর পুর, দড়িয়াপুর, আক্কেলপুর ও হলদিবাড়িয়া গ্রামের মানুষের মধ্যে।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু্ল মিয়া জানান, সম্প্রতি এ বাঁধ সংস্কার করা হয়েছিলো। কিন্তু এখন যে কোন মুহূর্তে পুরো বাঁধ ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসে ২৪৫ মিটার বাঁধ মেরামত করা হয়েছিলো। এরমধ্যে ১০০ মিটার বাঁধে বালু-সিমেন্ট ভর্তি বস্তা ফেলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের এস ও মিজানুর রহমান জানান, নদীর পানির স্রোতে বাঁধের নিচ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ ধ্বসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে
#