সৈয়দ হিটলার আলী,জেলা প্রতিনিধি, নড়াইলঃ
নড়াইল জেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শোদ জাপল ও নড়াইল সদর উপজেলা বি এন পির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশকে পুলিশ আটক করেছে।
শুক্রবার ২৬ আগষ্ট বিকালে বিএনপি’র পূর্বনির্ধারিত কর্মসূচির পূর্বে সাড়ে ৫টায় বিএনপি নেতা মাহবুব মুর্শেদ জাপল ও পলাশ’কে পুলিশ আটক করেছে।
নড়াইল সদরের মাইজপাড়া হাটে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি বিভিন্ন অনিয়ম দূর্নীতি সন্ত্রাসের প্রতিবাদে-সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
এ ঘটনার প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে কালিয়া উপজেলা বিএনপি। বিবৃতিতে উল্লেখ করেন,-গনতান্ত্রিক চলমান আন্দোলনের কারনে পুলিশ নড়াইল জেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শোদ জাপল ও নড়াইল সদর উপজেলা বি এন পির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশকে পুলিশ মাইজপাড়া বাজার থেকে আটক করেছে।
কালিয়া উপজেলা বিএনপি’র পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা আটককৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে।