1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা। বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপি’র আলোচনা সভা। কুয়াকাটায় নদ নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা। ঝালকাঠিতে মৎস্য দপ্তরের অভিযান, অবৈধ জাল জব্দ বরিশালে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মহিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত অবশেষে বলাৎকারের অভিযুক্ত সেই হাফেজ সেলিম গাজী র‌্যাবের হাতে আটক সাপাহারে আম শেষে মালটার দখলে বাজার বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বরিশালে জাতীয় কবির ৪৭ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

পাইকগাছায় কানাই লালের রঙ তুলির প্রতিভা চমৎকার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১৩ বার

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-সৃষ্টিকর্তা সৃষ্টি সকল জীবের মধ্যে মানুষকে সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন।এ জন্য সকল জীবের মধ্যে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা সেরা প্রতিভা দিয়েছেন। পৃথিবীতে যত নতুন সৃষ্টি কিংবা আবিষ্কার সবই মানুষ করছেন। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা সব প্রতিভা যেন আর্টিস চিত্র শিল্পীদের মধ্যে দিয়েছেন। যার ফলে তাদের রঙ তুলিতে উঠে আসে গ্রাম বাংলার চির সবুজ প্রকৃতি, নদ-নদী, ফুল কিংবা প্রিয় জনের ছবি। কানাই লাল সরকার এমনি একজন প্রতিভাবান চিত্রশিল্পী।

মাধ্যমিকের মধ্যেই লেখাপড়া সীমাবদ্ধ থাকলেও তার রঙ তুলির প্রতিভার যেন কোন জুড়ি নাই। পরিবেশ ও প্রকৃতির সবকিছুই উঠে আসে তার রং তুলিতে। দেখে মনে হয় সবকিছুই যেন জীবন্ত। কানাই পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মধ্যবিত্ত সনাতন পরিবারে যার জন্ম। পিতা মৃত সুধীর কুমার সরকার, মাতা পূর্ণিমা রানী সরদার, ৩ ভাইয়ের মধ্যে কানাই ছোট। পারিবারিক অচ্ছলতার কারণে লেখাপড়া জীবনে বেশিদূর এগুতে পারেনি কানাই।২০০২ সালে এসএসসি পাশ করার পর লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। তবে স্কুল জীবন থেকে ছবি আঁকার উপর তার ভীষন শখ ছিল। ছোট বেলা থেকেই কমবেশি ছবি আঁকার কাজ করতো।স্কুল জীবনে একবার সে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। লেখাপড়া বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি তার ছবি আঁকা কিংবা ডিজাইন করার কাজ। বাড়িতে বসেই শাড়িতে ডিজাইন, ছবি আঁকা ও বাইন্ডিং সহ বিভিন্ন ধরণের কাজ করতে থাকে। এভাবেই চলতে থাকে কানাইয়ের চিত্রশিল্পের কাজ। পথিমধ্যে ডিজিটাল প্যানা মেশিন তার কাজের অনেকটা জায়গা দখল করে নিলে কাজের পরিধি ছোট হয়ে আসে। কিন্তু অন্যান্য কাজের ফাঁকে এ কাজটি নিরবে করে যাচ্ছে কানাই। বর্তমানে রঙ তুলি দিয়ে পরিবার পরিজনকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে কানাই লাল।
এ প্রসঙ্গে কানাই লাল বলেন, ছবি আঁকা আমার ছোট বেলার শখ, একাজে আমি কারো কোন সহযোগিতা পায়নি। নিজের প্রচেষ্টায় যতটুকু সম্ভব শিখেছি। সর্বোপরী আমরা যারা শিল্পী আমাদের মনের একটা আয়না রয়েছে।এ আয়না দিয়ে আমরা যা কিছু দেখি তার সবকিছু আমরা রঙ তুলির মাধ্যমে প্রকাশ করি।এ কাজ করে এখন সংসার চলেনা।তবুও প্রিয় শখের কাজ বাদও দিতে পারিনা।বাড়ীতে বসেই যতটুকু পারি করে যাচ্ছি। তবে আমাদের মত ক্ষুদ্র শিল্পীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এ পেশা ধরে রাখা সম্ভব।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।