শাহাদাত চৌধুরী নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুনপুর ইউনিয়ন এর দিঘিপাড়া পল্লীসমাজে পুরুষ ও যুবক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী পুরুষ এর বৈষম্য, ঘরের কাজে পুরুষ এর অংশগ্রহণ, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ এ নারীর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের পরিবার থেকে দূর করতে হবে। ছেলে ও মেয়ের সমান অধিকার আছে।একটা ছেলে যেমন চাকরী, ব্যাবসা,প্লেন চালায়৷ ঠিক তেমন নারিও পারে এসব করতে এখন দেশ চালাচ্ছে একজন নারী তাহলে কুসংস্কারে কেনো আমরা আমার ঘরের মা বোনকে পিছিয়ে রাখব। তাদের মেধা বিকাশ এর সুযোগ করে দিতে হবে। পরিবার থেকে নির্যাতন হার কমাতে হবে, বাল্য বিয়ে বন্ধ করতে হবে কারণ এর ফলে নির্যাতনের হার বৃদ্ধি পায়।একারণে নারী শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীসমাজ এর সভাপ্রধান ববিতা বেগম। এসময় উপস্থিত ছিলেন মোছাঃ সুফিয়া বেগম জোনাল ম্যানেজার ( সেলপ্) ও মোসাঃ আফরোজা আইরিন এ্যাসোসিয়েট অফিসার ( সেলপ্)।