নিউজ ডেস্ক
ফেনী সমিতি ঢাকা ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী সাখাওয়াত হোসেন সোহাগ
আসন্ন ফেনী সমিতি ঢাকার নির্বাচন’কে নিয়ে যত জল্পনা-কল্পনা । সারা বাংলাদেশে ৬৪টি জেলা ভিত্তিক এমন সংগঠন থাকলে ও ফেনী সমিতির মতো নির্বাচন নিয়ে এতো তোড়জোড় কোথায় পরিলক্ষিত হয়নি।ফেনী সমিতির নির্বাচন’কে ঘিরে এরই মধ্য সরগরম হয়ে উঠেছে ঢাকা ফেনী সমিতি অঙ্গন।ফেনী সমিতি ঢাকা নির্বাচনী প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন উক্ত সমিতির বর্তমান কমিটি শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ এর সহসভাপতি পদপ্রার্থী সাখাওয়াত হোসেন সোহাগ ।
এরমধ্য নির্বাচনী প্রচারনা করতে ঢাকার পাশাপাশি ফেনী জেলার বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়েছেন তিনি।
আগামী ২৭ নম্ভেবর-২১ ইং শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ফেনী সমিতি ঢাকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তাই ফেনী বাসীর কাছে ভোট চেয়ে দোয়া চেয়েছেন সহসভাপতি পদপ্রার্থী সাখাওয়াত হোসেন সোহাগ।