বাবুল মাহবুব, জেলা প্রতিনিধি বরগুনা
বরগুনার বেতাগী উপজেলার খানেরহাট নামক স্থানে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে এ সংবাদ পাওয়া গেছে।
৩ নভেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় জানা যায়, মোকামিয়া দরবার শরীফে অনুষ্ঠিত মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে মাহফিলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।নিহতরা হলেন- একই এলাকার মোল্লারহাট গ্রামের আরাফাত (১৩) সিয়াম (১৪) ও রাব্বি (১৪) নিহতদের পরিবার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার সাংবাদিকদের এ কথা জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বরগুনা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে তিনি এ কথা ব্যক্ত করেন।