এম.মাসুম বিল্লাহ (বরগুনা)
জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে আপন চাচাকে মারধরের অভিযোগ উঠেছে তিন ভাতিজার বিরুদ্ধে।
১২ জানুয়ারী (বুধবার) সকাল ৯টার দিকে বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের ভুক্তভোগী ইউনুসকে মারধর করে অভিযুক্ত তিন ভাতিজা হাসিব (২৮) হাসান (২২) ও রামিম (১৬)
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গাছে, ১২ জানুয়ারি নিজ জমিতে ধান কাটতেছিলো ভুক্তভোগী ইউনুস। এসময় পাশ্ববর্তী ক্ষেতে ভাই হায়দার ও তিন ভাতিজা হাসিব (২৮) হাসান (২২) এবংরামিম (১৬) ধান কাটার একপর্যায়ে অযথা বাকবিতন্ডার সৃষ্টি করে পিতা হায়দারের নির্দেশে তিন ছেলে হাসিব, হাসান ও রামিম চাচা ইউনুসকে মারধর শুরু করে। মারধরের সময় অভিযুক্ত রামিম হত্যার উদ্দশ্যে তার (রামিমের) হাতে থাকা ধান কাটা কাচি (কাস্তে) দিয়ে ভুক্তভোগী ইউনুসের গলায় আঘাত করার চেষ্টা করে। এতে ইউনুসের গলায় রক্তাক্ত কাটা জখম হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মারামারি করতে দেখে ভুক্তভোগী ইউনুসকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এবিষয়ে ভুক্তভোগী ইউনুসের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ১৩ জানুয়ারী বরগুনা আদালতে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে, মারধরের কথা বারবার এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান তারা