পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
আজ পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে জেলা প্রশাসন বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কির হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির উপাদান রাখি, হাত পাখা, মাথার মুকুট, মুখোশ, শান্তির প্রতীক পায়রা, ঘোড়ার গাড়ি, নৌকা, পালকি ইত্যাদির উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় দেশীয় সংস্কৃতিকে। মোঙ্গল শোভাযাত্রার উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, বরিশাল এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ ওয়াহিদুর রহমান, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ড. মোঃ এহতেসাম উল হক, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমীর বরিশাল এর আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।