পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন এই স্লোগান নিয়ে ৫ জুন রবিবার সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল ডাঃ মোঃ হুমায়ুন শাহীন খান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার বরিশাল ডিআইজি রেঞ্জ কার্যালয় বরিশাল মোঃ হাবিবুর রহমান প্রামানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় মোঃ কামরুজ্জামান সরকারসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।