নাহিদ সরদার
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের উদ্যোগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহ্’র ২য় মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বাদ আসর উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া-মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিল মোল্লা, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন ফকির, পৌর কাউন্সিলর এসএম আকবর প্রমুখ।
উল্লেখ্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্’র স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ্ বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ গোলাম ফারুককে নিজ সন্তানের মতো স্নেহ করতেন। ২০২০ সালের এ দিনে শহীদ জননী শাহান আরা আব্দুল্লাহ্ ইন্তেকাল করেন।