আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মধুপুর উপজেলা খাদ্য গুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা সারমিন জানান, চলতি বোরো মৌসুমে মধুপুরে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এই মৌসুমে এক হাজার ৮শ মেট্রিক টন ধান ও ৬ হাজার ৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষক খোরশেদ আলমের নিকট থেকে ৩মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে মধুপুরের ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মনিজা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ি এডভোকেট সালাহউদ্দিন সেলিম, কৃষক রহুল আমিন মিল মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।