ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
শিক্ষা ও সংস্কৃতির শহর এবং দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ শহরের পাশদিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে উঠা চরে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে পরিকল্পিত ভাবে নদ খনন,দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে বেসরকারী সংগঠন জনউদ্যোগের আয়োজনে শনিবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
মানববন্ধন চলাকালে জনউদ্যোগের জেলা আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন বলেন, গত বছর নদ খনন প্রকল্পের পরিচালক বলেছিলেন চলতি বছরের নদে মাঝারি লঞ্চ-স্টিমার চলবে,কিন্তু এখন তার উল্টো অবস্থা,নদের অনেক স্থানে এক হার্টঁ পানি আবার কোথাও কোথাও হেটেঁ পার হওয়া যায়।যেখানে শুস্ক মৌসুমে অনন্ত হাটুঁ পানি থাকার কথা সেখানে এখন হাটুঁ পানি। নদ খনন করে পূর্বে অবস্থায় ফিরিয়ে আনার পরিবর্তে পরিকল্পিত ভাবে নদকে মেরে ফেলা হচ্ছে। যাতে সরকারের অর্থেও অপচয় না হয় এবং পরিকল্পিত ভাবে নদ খনন করে ব্রহ্মপুত্র নদ আবার যেন তার যৌবন ফিরে পায় সেই লক্ষে নদের মাঝে জেগে উঠা চরে শনিবার ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসুচী করছি। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, মানবাধিকার ও পরিবেশ বাদী কর্মী এডভোকেট শাহ আশরাফুল হক জজ বলেন, ছোট বেলা পুরাতন ব্রহ্মপুত্রকে খরস্্েরাতা নদ হিসেবে দেখেছি । জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রহ্মপুত্র নদকে পুর্বের অবস্থায় ফিরে আনার জন্য যে বাজেট দিয়েছেন তার সঠিক ব্যবহার হচ্ছে না ।প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি পুরোনা সেই ব্রহ্মপুত্র নদ আমরা ফিরে পেতে চাই। সংস্কৃতি ব্যাক্তিত্ব ও পরিবেশবাদী এডভোকেট আব্দুল মোতালেব লাল বলেন, দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে ২০১৯ সালের শেষের দিকে খনন কাজ শুরু হয়। কিন্ত পরিকল্পিত ভাবে নদ খনন হচ্ছে না,ফলে নদের মাঝে চর জেগে উঠছে।পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের পরও নদের মাঝে জেগেঁ উঠা চরে মানববন্ধনে অংশ নেয়া নারীরা বলেন, এক সময় এই নদে ঝাঁপাঝাপি করে আমরা গোসল করতাম এখন সেই নদটি মরে যাচ্ছে। অপরিকল্পিত ভাবে নদ খনন করায় নদের বিভিন্ন জায়গায় চর এবং চোরবালির কারণে নদে গোসল করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরছে। নদের মাঝে আমাদের এই আন্দোলন অনেকের কাছে হয়তো পৌঁছবে না।তবু আমরা প্রতিবাদ করবো। এর আগেও আমরা নদ রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এই নদ যত দিন পর্যন্ত প্রাণ না ফিরে পাবে তত দিন আমাদের আন্দোলন চলবে। উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে ২০১৯ সালের শেষের দিকে দুই হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে নদের ২২৭ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ বি আই ডবি¬ওটির খনন কাজ শুরু করে। পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা উন্নয়নে ড্রেজিং’ শীর্ষক প্রকল্পটি আগামী ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা বলে জানান।