ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ময়মনসিংহে নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্র সংগীত সন্মিলন পরিষদ ময়মনসিংহের আয়োজনে সোমবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সংগঠনের সভাপতি প্রফেসর ড.মঞ্জুরুল হক চম্পক,সাধারন সম্পাদক ডাঃ আতিকুল ও প্রফেসর ড.চয়ন সাহা বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিশুতীর্থ আনন্দ ধবনি সংগীত বিদ্যায়তনের শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো।