রিপোর্ট: সোহেল মাহমুদ
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা:) এর মর্যদা ও শানের বিরুদ্ধে অবমাননামূলক বক্তব্য এবং কটুক্তির প্রতিবাদে ছারছীনা পীর সাহেব হুজুর এর নির্দেশে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব এবং ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার সকল দশ টায় মহিপুর শেখ রাসেল সেতুর উপরে মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন বিশ্বনবীর অবমাননা ও কটুক্তির সাথে জড়িত সকল ব্যক্তিবর্গের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই ভারত সরকারের প্রতি। পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান করা হয়েছে।এসময় তারা আরও বলেন, শুধু অপসারণ করলেই হবে না। নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দিতে হবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান। এ সময় বক্তারা ধর্ম এবং মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে যাতে অবমাননা না করতে পারে এজন্য জাতীয় সংসদে আইন পাশের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি, মোঃ ইউসুফ শিকদার।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক, ডাঃ মোঃ সেলিম হাওয়ায়।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর সদর ইউনিয়নের সাধারণত সম্পাদক, মাওলানা মোঃ জসিম উদ্দিন ছালেহী।
বাংলাদেশ যুব হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি, মাওলানা মোঃ হান্নান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি, মাওলানা মোঃ সোহেল মাহমুদ।
মানববন্ধন শেষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি, হাফিজ মোঃ মজিবুর রহমান দোয়া পরিচালনা করেন এবং মুসলিম বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও আজকে এই দিনে ছারছীনা পীর সাহেব হুজুরের নির্দেশক্রমে বাংলাদেশের সকল জেলা-উপজেলায়, থানা এবং ইউনিয়নে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।