নিউজ ডেস্ক মহিপুরের মানবিক সমাজ সেবা সংগঠন এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উদ্ভাবক মোঃমাহবুবুর রহমান শাওন,সাঃসম্পাদক সালাউদ্দিন হাওলাদার,যুগ্ন সাঃসম্পাদক হাসান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সাহদাত হোসেন,যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান,কোষাধ্যক্ষ জাহিদ জিয়া এবং সংগঠনের সিনিয়র নেত্রী বৃন্দ।
সংগঠনটি করোনা কালীন সময় থেকে তাদের কার্যক্রম শুরু করেছে,তবে ২০২১ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করে এযাবত তারা কলপাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে ব্লাড গ্রুপিং সহ অসহায় ও মানুষিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে আসছে।তারা করোনা কালীন সময়েও খাবার সামগ্রী বিতরণ সহ নানান সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে। এছাড়াও তারা অসহায় হতদরিদ্র পরিবারকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাও দিয়ে আসছে।