মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি,
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় ৮ মে-২০২৩ খ্রিঃ সোমবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মধ্যে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। এ সময় টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। দুই পক্ষের ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন ও স্থানীয়দের ঘরবাড়ি ও দোকানপাট লুট করে নিয়ে যায় ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে।
এ সময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।