এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
গড -(২৮শে-নভেম্বর-২০২১ ইং) তারিখ অনুষ্ঠিত তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাগঞ্জের ৬টি ইউনিয়ন পরিচষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্য আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন চার জন আ’লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র একজন।
নির্বাচিত প্রার্থীরা হলেন- (১). মির্জাগন্জ ইউনিয়নে আবুল বশার নাসির-(আনারস-৬৯৩০),(২).মাধবখালী ইউনিয়নের কাজী মিজানুর রহমান (নৌকা-৪৫৯৫), (৩).আমড়াগাছিয়া ইউনিয়নের সুলতান আহমেদ (নৌকা-৫৮৫৭), (৪).দেউলি সুবিদখালী ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন খান (নৌকা-৮৩৪১), (৫).মোঃ শহিদুল্লাহ (সানু) (আনারস-৫৩২১)। এছাড়া কাকড়াবুনিয়া ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মাহাবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করেছেন।
রবিবার (২৮ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদৎ হোসেন বেসরকারী ভাবে এ ফলা ফল ঘোষনা করেন।