মোংলা প্রতিনিধি
মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে মোংলা পৌর শহরের শ্রম কল্যাণ রোডস্থ এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মোংলা থানায় লিখিত অভিযোগও হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, শ্রম কল্যাণ রোড এলাকার বেবি বেগমের মেয়ে সোনিয়ার সাথে একই এলাকার বাবুল মিস্ত্রীর ছেলে রাসেল মিস্ত্রীর সাথে বিবাহ হয়। কিন্তু মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করায় রাসেল মিস্ত্রীকে তালাক দেয় সোনিয়া। এ নিয়ে প্রায়ই তাদের সাথে বিরোধ লেগেছিল। তাদের মধ্যে প্রায়ই তর্কবিতর্ক, কথা কাটাকাটি চলতো। হঠাৎ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সোনিয়া বাড়ি আসার পথে রাসেল মিস্ত্রী শ্লীলতাহানির চেষ্টা করলে বেবী বেগমের ভাইজি জামাই অসীম ছাড়াতে গেলে তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়া মারামারিতে রূপ নিলে উভয় পক্ষের ২/৩ জন আহত হয়। এ সময় বেবী বেগমের ভাবী তানিয়া বেগমের মাথা ফেটে গেলে তাকে গুরুতর আহত অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে মোংলা থানার কর্তব্যরত অফিসার জানান, আমরা মারামারির অভিযোগ পেয়েছি। দুই পক্ষের মধ্যে মারামারির খবর শুনেই আমরা সেখানে সাথে সাথে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।