আলী আজীম, মোংলা (বাগেরহাট):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানান আয়োজনে পালন করেছে মোংলা উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক বিশাল র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলিমুজ্জামান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান প্রমুখ।
বক্তরা বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন বক্তারা। আলোচনার পর পুরস্কার বিতরণ, কেক কাটা হয়।