শাহাদাত চৌধুরী রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম রনি হোসেন (১৬), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়চাতর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে মোহনপুর উপজেলার পাকুড়িয়া ডিগ্রী কলেজের পুরাতন ভবনের একটি কক্ষে রনির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সইপাড়া-মাদারীগঞ্জ সড়ক নির্মাণের কাজ চলছে। এ কাজের একাধিক শ্রমিক পাকুড়িয়া ডিগ্রী কলেজের পুরাতন একটি ভবনে থাকেন। বৃহস্পতিবার সকালে মৃত ওই শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে খবর পেয়ে ঘনাস্থলে গিয়ে মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে, তারা এসে বাদি হতে চাইলে তা গ্রহণ করে মৃতদেহের ময়না তদন্তের প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।