মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক মারা গেছেন।
রোববার ( ১০ জুলাই) সকাল ৮টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন মহানগর নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। রিফাত চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা মইন্যাবাপের পাড়ার আবুল হোসেনের ছেলে। প্রায় এক মাস আগে রিফাত ওমান থেকে দেশে ফিরেছেন।
এর আগে টংকাবতী সড়কের চরম্বা নয়া বাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়ারটেক এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে রিফাতসহ তিন বন্ধু আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।