রুয়েব আহমদঃসুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে শুভ উদ্বোধন হল বিট পুলিশিং অফিসারের কার্যালয়।
সূত্রে জানা যায় ৩/৮/২২ ইং রোজ বুধবার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং অফিসার কার্যালের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার পূর্ব বীরগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এস.আই সুব্রত
এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরিয়াজুল ইসলাম,তাছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন কালে এস.আই সুব্রত বলেন ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন সুন্দর করে একটি কার্যলয় তৈরি করার জন্য।
তারপর তিনি বলেন যেভাবে কার্যলয়কে সুন্দর করে তৈরী করা হয়েছে ঠিক তেমনি ভাবে ইউনিয়নবাসী প্রত্যেকের মন সুন্দর হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এবং ইউনিয়নের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে পাড়ি।