1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা। বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপি’র আলোচনা সভা। কুয়াকাটায় নদ নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা। ঝালকাঠিতে মৎস্য দপ্তরের অভিযান, অবৈধ জাল জব্দ বরিশালে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মহিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত অবশেষে বলাৎকারের অভিযুক্ত সেই হাফেজ সেলিম গাজী র‌্যাবের হাতে আটক সাপাহারে আম শেষে মালটার দখলে বাজার বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বরিশালে জাতীয় কবির ৪৭ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

শার্শায় আমের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুন, ২০২২
  • ৯১ বার

সোহাগ হোসেন প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজোলার বাগ আঁচড়া ইউনিয়নের বেলতলা মৌসুমি আম বাজারে মটর শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যশোর সাতক্ষীরা দু জেলার সীমানা সংলগ্ন বেলতলা মৌসুমি আম বাজার থেকে প্রতিদিন ৮০/১২০ ট্রাক আম দেশের বিভিন্ন জেলা থেকে আগতো ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ৮শো থেকে ১এক হাজার টাকা চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। সরকারী ঘোষণা অনুযায়ী মহাসড়ক, হাইওয়ে, সড়ক থেকে প্যর্ণবাহী ট্রাক লোড আনলোড’র নামে কোন চাঁদাবাজি নিষিদ্ধ থাকলেও গায়ের জোর এবং ক্ষমতার দাপট দেখিয়ে বাগআঁচড়া, নাভারণ, বেনাপোল, শ্রমিক ইউনিয়নের প্যাডে এ অর্থ আদায় করা হচ্ছে।

জানা গেছে, কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর গ্রামের আজিবার মোড়লের ছেলে, মনিরুল দীর্ঘ দুই বছর আম, ও কুল ও ভর্তি ট্রাক থেকে ৮শত থেকে ১হাজার টাকা করে চাঁদা আদায় করছে। এছাড়াও তার সহযোগী হিসাবে রয়েছে একই গ্রামের কানা রাসেল, রাজ্জাক, ও করিম মনি এবং তার সহযোগীরা এ চাঁদা আদায় করে চলেছে।

বেলতলা বাজারে আম লোড করতে আসা একাধিক ট্রাক ড্রাইভারের সাথে ১হাজার টাকার লোডিং স্লিপের বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের মুখে হতাশার ছাপ বেরিয়ে আসে, আসে নানা ক্ষোভ। চালকরা জানান, টাকা না দিলে বিভিন্ন ভাবে ভয়-ভীতি হুমকি-ধামকি ও গালি গালাজ করে, আবার এমনও বলে টাকা না দিলে আর গাড়ি লোড করতে দেবে না, এসকল ভয়ে আমরা নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ‍্য হচ্ছি।

এ বিষয়ে মনির সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন শ্রমিক, আমি বাগআঁচড়া শ্রমিক ইউনিয়ন থেকে ৩ বছরের জন্য ৭ লক্ষ, টাকায় ডেকে নিয়ে ছিলাম। কিন্তু গত কিছু দিন আগে অন্যকে দিয়ে দিয়েছি, সেই টাকা ওঠায়।

বেলতলা আম ব‍্যবসায়ী কমিটির সভাপতি লোকমান হোসেন বলেন, শ্রমিকদের নামে যে টাকা আদায় করা হচ্ছে। অনেক অনুরোধ করেছি কিছু কম নেওয়ার জন্য কিন্তু এরা কারও তোয়াক্কা করছে না।

বাগআঁচড়া (৬৬৯) নং বাগআঁচড়া, নাভারণ, ও বেনাপোল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান কিনা বলেন, যশোর জেলা পুলিশের এ্যডিশনাল এসপি এবং শার্শা থানার ওসির সাথে আলাপ আলোচনা মাধ্যমে, ছোট ট্রাক ৩শত টাকা বড় ট্রাক ৪শত টাকা নির্ধাণ করে দেওয়া হয়ে ছিল। বেশি টাকা নিলে দায়ভার মনির, আর টাকা আদায়ের দায়িত্ব মনিকে দেওয়া হয়েছে।

এ ঘটনায় নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, মহাসড়ক থেকে দালালীর নামে চাঁদাবাজি সম্পুর্ন নিষিদ্ধ, বেলতলা আম বাজারে ট্রাক লোড থেকে চাঁদা নেওয়া হচ্ছে। যেনে এ্যাডিশনাল এসপি স্যারসহ আমি বেলতলা আম বাজারে গিয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনা শেষে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। একটা টাকাও শ্রমিক কল্যাণ তহবিল বা শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় করা যাবে না। এমন কোন ধারা শ্রমিক আইনে আমরা দেখি নাই। তিনি আরও বলেন মনি নামের এক ব্যক্তিসহ তার সহযোগীরা বেলতলা আম বাজারের ট্রাক থেকে টাকা নেওয়া হচ্ছে বিষয়টা খাতিয়ে দেখে ব্যবস্তা নেওয়া হবে।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।