রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
সাভারে কলেজ শিক্ষককে হত্যা ও নড়াইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৩জুলাই) বেলা সাড়ে ১২টায় বড়ইয়া ডিগ্রি কলেজ চত্বরে অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন বড়ইয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সাবেক সহকারী অধ্যাপক ফিরোজ আলম শরীফ, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অসীম রঞ্জন সিকদার, শ্যামল চন্দ্র পাল, প্রভাষক মিজানুর রহমান, মোস্তফা কামাল, রেজাউল ইসলাম আরিফ, ঝন্টু লাল রুদ্র, দীপক দেবনাথ, শাহরিয়ার ইমরান , বরুন বড়াল, ঠাকুর দাস, শামীম খান প্রমূখ। এসময় কলেজেটির সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা অনতি বিলম্বে ঘটনাবলীর সাথে জড়িত দোষীদের গ্রেফপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।