মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা,প্রতিনিধি,
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।
এর আগে, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামস্থ এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরের ভিতরে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত মুনছুর আলীর উপজেলার মো. ইউনুছ আলী(৪০), মৃত আঃ হাকিমের ছেলে মো. আঃ হামিদ (৪৪), মৃত বারী উদ্দীনের ছেলে মো. সাহেদুল ইসলাম (৪৩), মৃত আতাউর রহমানের ছেলে মো. মশিউর রহমান (৪২), মৃত ফজলুল হকের ছেলে মো. শাহ জাহান মিয়া (৪০), মৃত বাবু মিয়ার মিয়ার ছেলে মো. জিয়াউল হক (৩৫), মো. আব্দুল হামিদের মো. দিদারুল ইসলাম (৪০), হুড়াভায়া খাঁ গ্রামের মো. আবু সাঈদ মিয়ার ছেলে মো. সাজেদুল করিম (৪৪) ও তারাপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে মো. মিলন সরকার (৪৩)।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকের নেতৃত্বে এসআই মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামস্থ এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় হাতে নাতে নয়জন জুয়ারিকে গ্রেপ্তার করে। একইসঙ্গে জুয়ার খেলার তিন বান্ডিল খোলা তাস ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ আটত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।