মাদারীপুর প্রতিনিধি।।
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর অভিযোগ মাদারীপুর প্রতিনিধি।।
কালকিনি (মাদারীপুর) প্রার্থী হাফিজুর রহমান মিলন নির্বাচন বানচাল করার জন্য বিভিন্নভাবে অসত্য, অভদ্র, কটুক্তি ও কুরুচিপূর্ণ মানহানিরক অপপ্রচার করছে বলে করে অভিযোগ করেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ২য় ধাপের আলীনগর ইউপি নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাহীদ পারভেজ হাওলাদার। সোমবার বিকালে আলীনগর ইউনিয়নের কালিগঞ্চ বাজরের যুবলীগ ইউনিয়ন কার্যালয় সংবাদ সম্মেলন করে একথা বলেন। নৌকা প্রার্থী সাহীদ জানান, আগামী ১১ই নভেম্বর আলীনগর বাসীর বহুল প্রত্যাশিত ও কাঙিখত ইউনিয়ন পরিষদ নির্বাচন। যার মাধ্যমে আলীনগর বাসী তাহাদের সেবক নির্বাচন করবেন-ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট প্রয়েগের মাধ্যমে। আমি সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মাননীয় প্রধানমন্ত্রির মনোনিত একজন চেয়ারম্যান পদপ্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রির বিরুদ্ধে যাহারা অবস্থান গ্রহন করবে, দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দলের বিরুদ্ধে অবস্থান নিবে, তিনি তো মাননীয় প্রধানমন্ত্রির চিহ্নিত শত্রু, দলের শত্রু, রাষ্ট্রের শত্রু, সর্বপরি আপনার-আমার তথা আপামার জনগনের শত্রু। সেই ঘৃনিত জাতীয় শত্রু আসন্ন নির্বাচনে তাহার নিশ্চিত ভরাডুবি আঁচ করতে পেরে ঘরে বসে পাগলের প্রলাপ বকছে এবং সাংবাদিক সম্মেলন করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে।