শাহাদত হোসেন টুটু লসিরাজগঞ্জ প্রতিনিধি
১০০ পরিবারকে শীতের উষ্ণতা দিলেন প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ প্রবাদ আছে মাঘের শীতে বাঘ মরে আর পুষের শীতে তু্ষ করে। গত কয়েকদিন ধরে ঘণ কুয়াশা আর হিমেল হাওয়া শুরু হয়েছে। প্রচন্ড শীত বইছে সলঙ্গা এলাকায়।
শীতবস্ত্রের অভাবে পৌষের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়,গরীব,ছিন্নমুল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়,গরীবদের পাশে দাঁড়াল প্রিয় সলঙ্গার গল্প অন লাইন ফেসবুক গ্রুপ। শীতার্তরা হাতে কম্বল পেয়ে খুশিতে হলেন আত্মহারা। সলঙ্গা থানা সদর কদমতলা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে আজ শুক্রবার ( ৭ জানুয়ারী) সকাল ১০ টায় শীতার্ত ১০০ পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়। শরীরে কম্বল জড়িয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন অনেকেই। কম্বল পাওয়ার পর দাতাদের দোয়া ও আর্শীবাদ করলেন এসব শীতার্ত অসহায় মানুষগুলো। সংগঠনের উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল আরাফা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম উজ্জল। স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীপ এডমিন শাহ আলম। এস,এম ফারুক হায়দারের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন,মুফতি মুনজুরুল ইসলাম,উপদেষ্টা মোখলেছুর রহমান প্রমুখ। আন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,এডমিন ছাইদুল ইসলাম,এডমিন হারুনর রশিদ,মটারেটর রাজু আহমেদ সহ অনেকে।