নিউজ ডেস্ক
১১ নং হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিয়ার শিকদারের প্রচার-প্রচারণা
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার১১ নং হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিয়ার শিকদারের প্রচার-প্রচারণা বিমুখ এই মানুষটি ইতিমধ্যে পৌঁছে গেছেন ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, গ্রামে, পাড়ায়, মহল্লায়। স্বপ্ন দেখছেন ঐতিহ্যবাহী ইউনিয়ন টিকে একটি আধুনিক দুর্নীতিমুক্ত, ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার। হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের সবার প্রিয় আতিয়ার সিকদার একজন বীরশ্রেষ্ঠ সমাজসেবক। এছাড়া তিনি একাধিক সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সাথে জড়িত রয়েছেন। আতিয়ার শিকদার হরিদাসদী মহেন্দ্রদী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। অর্থ ইউনিয়নকে নিয়ে তার আগামী দিনের স্বপ্ন কর্ম পরিকল্পনা প্রভৃতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলে হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন কে একটি আধুনিক,মডেল, মাদকমুক্ত,সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, ডিজিটাল হিসেবে ইউনিয়ন গড়ে তুলবো। এই ইউনিয়ন ঐতিহ্য ধরে রাখা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবর এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।