আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে রামপাল থানার হুড়কা ইউনিয়নের চাড়াখালি গ্রামের মারুফ ফকিরের বিরুদ্ধে।
ওই জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করলেও প্রভাবশালী প্রতিপক্ষরা মানছেন না। জোর করে তারা জমিতে উঠানো বিল্ডিং এর তৈরী করা ঘর ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কামরুল শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালির মেঠ গ্রামের মৃত আফতাব শেখের ছেলে কামরুল শেখ বুড়িরডাঙ্গা মৌজার ৩৫নং এস এ খতিয়ানের ৪০ নং দাগের ১৭৯,১৬১ নং বি, আর, এস খতিয়ানের ১৩৪,১৩৩ বি,আর,এস দাগের জমি প্রায় ২৫ বছর আগে ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করছি।
কিন্তু বর্তমানে টাকার প্রয়োজনে সগির মুন্সির কাছে ১৭৯ খতিয়ানের ১৩৪ দাগের ৫শতক জমি কবলা রেজিস্ট্রি করে দেয় ইস্রাফিল শেখ। সম্প্রতি রামপাল এলাকার একটি প্রভাবশালী পরিবার এই জমিটুকু দখলের পাঁয়তারা শুরু করে।
সগির মুন্সি তার ক্রয় করা জমিতে ওয়াল করে পাকা ঘর নির্মাণ করে এবং উক্ত দাগে আরো জমি থাকায় জমি বায়না দিয়ে বায়নার টাকা থেকে বালু দিয়ে জমি ভরাটের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে নিয়ে গ্রহীতার সীমানা নির্ধারণ করতে গেলে মারুফ ফকিরসহ ২০-৩০ জন লোক নিয়ে জমিতে বেড়া, নেট ও আরো বায়নাকৃত জমির সীমানা ও সগির মু্ন্সির পাকা ঘরটি ভেঙে ফেলে জমি দাবী করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাতে বাধা দিলে হাতাহাতির এক পর্যায়ে মারুফ ফকির এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি পানিতে পরে যায়। সগির মুন্সিসহ আরো ৭/৮ নামের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে এবং সগির মুন্সিকে দেখে নেবারও হুমকি দেয় মারুফ ফকির।
স্থানিয় তালেব গাজী বলেন, আমাকে মেরে বালিতে পুতে ফেলবে বলে হুমকি দেয় মারুফ ফকির। আমি এখন জীবনের নিরাপত্তায় ভুগতেছি।
কামরুল শেখ বলেন, আমিসহ ইস্রাফিল, সহিদুল, তালেব গাজিকে মেরে ফেলার হুমকি দেয়। তোরা কোতথেকে বাগেরহাট যাবি বলেও হুমকি দেয় মারুফ ফকির। আমরা এখন জীবনের নিরাপত্তা নিয়ে ভুগতেছি। বাড়িতে অবৈধ জিনিস রেখে ফাসিয়ে দেবে এবং দেখে নেবারও হুমকি দেয় মারুফ ফকির। সে একজন নেশা গ্রস্থ ব্যাক্তি। ১৩৪ দাগ ইস্রাফিল ও আমার ব্যক্তিগত দাগ।
স্থানিয় মাজেদা বেগম বলেন, মারুফ ফকিরসহ আরো কয়েকজন এসে এই ওয়াল ভেঙ্গে দিয়ে যায়। অনেক হুমকি থামকিও দিয়েও যায়।
অথচ মৌজার এসএ ৩৫ নং বিআরএস ১৬১ এর ১৩৩ নং দাগে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু মারুফ ফকির ১৭৯ খতিয়ানের ১৩৪ নং দাগে ওঠানো সগির মুন্সির ক্রয় ক্রিত ৫শতক জমিতে ওয়াল করা বাড়িটি ভেঙ্গে দেয়। এসব উপেক্ষা করে সামাজিক প্রভাব বিস্তার করে জোরপূর্বক জমি দখল করে নিতে চায় মারুফ ফকির।
এ ব্যাপারে অভিযুক্ত মারুফ ফকির বলেন, আমিও এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।আমার জায়গায় বিল্ডিং করেছে তাই আমি ঐ ঘর ভেঙ্গে দিছি।
জমি দখলের বিষয়টি নিয়ে মোংলা থানার তদন্তকারী কর্মকর্তা বলেন, ওই জমি নিয়ে আদালতে ১৪৪ ধারা জারি করেছেন। আদালতই ব্যাবস্থা নিবে।