নিউজ ডেস্ক আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১জন নিহত।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৩ নং বাগধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শামীম হোসেন লিখচন ও ইউনুস মিয়া সমর্থকদের মধ্যে নির্বাচনী পরবর্তী সহিংসতায় খাজুরিয়া গ্রামের মৃত সফিজ উদ্দিন মিয়ার পুত্র মোখলেস মিয়া (৫৫) নিহত হয়েছে।জানা যায় নির্বাচন পরবর্তীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৩ ই নভেম্বর শনিবার প্রতিপক্ষ তার উপরে হামলা চালায়। মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মোকলেস মিয়ার পরিবারের পক্ষ থেকে ইলিয়াস মিয়া বাদী হয়ে আগৈঝাড়া থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা করা হয়। ১০/১২জন আসামি করে। এরমধ্যে আগৈলঝাড়া পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজন গ্রেপ্তার করেছে ।আজ ১৫ই নভেম্বর সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোখলেছ মিয়া ইন্তেকাল করেন, নিহত মোখলেস মিয়াঁর স্ত্রী জানান প্রতিপক্ষ মেম্বার প্রার্থী ইউনুস মিয়ার সমর্থকদের আঘাতে তার স্বামী নিহত হয়েছে তাই এর সঠিক ও নেয় বিচার দাবি করেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন জানান এর আগে হত্যা প্রচেষ্টা মামলা করা হয়েছে। ২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।যেহেতু ভিকটিম মৃত্যুবরণ করেছে তাই এটি হত্যা মামলা রূপান্তিত হবে। বাকি আসামিরা কোন প্রকার ছাড় পাবে না তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।