মেহেদী হাসান সোহাগ স্টাফ রিপোর্টার
কুয়াকাটায় বিয়ে বাড়িতে পুকুরে পরে শিশুর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় খালাতো বোনের বিয়েতে গিয়ে পানিতে ডুবে মোসা. বিথী আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) উপজেলার কুয়াকাটা পৌরশহরের কম্পিউটার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু বিথী পৌরসভার ৬নং ওয়ার্ড (নবীনপুর) গ্রামের মৎস্য ব্যবসায়ী বশির আহম্মেদের মেয়ে।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, শিশু বিথী তার মায়ের সাথে খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যায়, সোমবার দুপুরের পরে বিথীকে না পেয়ে খোঁজাখুজি ও মাইকিং করা হয় পরবর্তীতে বিকেল ৪টায় দিকে বাড়িতে থাকা পুকুরে জাল টেনে তাঁকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
###